ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বাকৃবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১৮ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

৬০ পেরিয়ে ৬১ বছরে পা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১৯৬১ সালের আজকের এই দিনে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নিয়ে কৃষি শিক্ষা ও গবেষণার এ প্রাণকেন্দ্র যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়টির অবস্থান ময়মনসিংহ শহরে।

শোকের মাস আগস্ট ও করোনা মহামারিজনিত পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেমন কোনো কর্মসূচি উদযাপন করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশ্ববিদ্যালয়ের পাশে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালনের পর ম্যুরাল উদ্বোধন করা হবে।

১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে এক সমাবেশে এসে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কৃষিবিদদের জন্য প্রথম শ্রেণির পদমর্যাদা ঘোষণা দেন। ম্যুরালটি বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ঘোষণার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে স্থাপন করা হচ্ছে।

ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে পুরোনো ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে এক হাজার ২০০ একর জায়গায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি